হিলির সড়কে ‘নো মাস্ক নো এন্ট্রি’
হিলিতে করোনাভাইরাসের সংক্রামণ রোধে ও জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন সড়কে চালু করা হয়েছে ‘নো মাস্ক নো এন্ট্রি’।
আজ সোমবার হাকিমপুর পৌরসভার উদ্যোগে উপজেলায় এই কার্যক্রম চালু করা হয়।
হিলি পৌরসভা মেয়র জামিল হোসেন চলন্ত দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শুধুমাত্র মাস্ক পরা ব্যক্তিদেরকে পৌরসভা ও পৌর এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে। যাদের মাস্ক নেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।’
আজ সকালে মেয়র তার কাউন্সিলর ও স্টাফদের সঙ্গে নিয়ে পৌরসভার সামনের সড়কে এই কর্মসুচি শুরু করেন।
সে সময় তিনি মাস্ক পরা ও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইর প্রতি আহ্বান জানান।
মেয়র জামিল হোসেন আরও বলেন, ‘ইতোমধ্যেই দিনাজপুর জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে তা রেড জোনের মধ্যে পড়েছে। সে তুলনায় হিলি অনেকটাই ভালো অবস্থানে আছে।’
‘সেই অবস্থা ধরে রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্ভুদ্ধ করা হচ্ছে। পরবর্তীতে এ সম্পর্কিত যে আইন রয়েছে তা প্রয়োগ ও জরিমানার ব্যবস্থা করা হবে,’ যোগ করেন তিনি।
Comments