সাকলায়েন মুস্তাকের সেরা তালিকায় আছেন সাকিবও

এক সময়ে বিশ্বের সেরা স্পিনারই ছিলেন সাকলায়েন মুস্তাক। অফস্পিনকে অন্যরকম শিল্পের পর্যায়ে উঠিয়েছেন এ স্পিনার। আবিষ্কার করেছেন অন্যতম সেরা অস্ত্র 'দুসরা'। সেই কিংবদন্তির উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবকে প্রখর বুদ্ধিমান খেলোয়াড় বলেছেন এ পাকিস্তানী।

এক সময়ে বিশ্বের সেরা স্পিনারই ছিলেন সাকলায়েন মুস্তাক। অফস্পিনকে অন্যরকম শিল্পের পর্যায়ে উঠিয়েছেন এ স্পিনার। আবিষ্কার করেছেন অন্যতম সেরা অস্ত্র 'দুসরা'। সেই কিংবদন্তির উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবকে প্রখর বুদ্ধিমান খেলোয়াড় বলেছেন এ পাকিস্তানী।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেট নিয়ে অনেক কথা বলেছেন সাকলায়েন। সেখানে উঠে আসে টেস্ট ক্রিকেটে স্পিনারদের ভূমিকা নিয়ে। সেখানেই সাকিবের প্রশংসা করেন সাকলায়েন।

বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ হিসেবে কাজ করেছিলেন পাকিস্তানের এ কিংবদন্তি। তাই এ অলরাউন্ডার সম্পর্কে খুব ভালো করেই জানেন সাকলায়েন। সে অভিজ্ঞতা থেকেই সাকিব সম্পর্কে এসব কথা বলেছেন তিনি, 'সাকিব আল হাসান খু্বই বুদ্ধিমান বোলার। আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি।'

তবে বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে নাথান লায়নকে সেরা মানছেন সাকলায়েন, 'লঙ্গার ভার্সনে আমার মতে বিশ্বজুড়ে নাথান লায়ন সেরা। সে বড় সব দলের বিপক্ষে সফলতা পেয়েছে এমনকি স্পিনে ভালো খেলা ভারত ও পাকিস্তানের সঙ্গেও তার রেকর্ড ভালো। অশ্বিনও ভালো বোলার তবে ঘরের মাঠে।'

নিজ দেশের শাদাব খানও এ সংস্করণে ভালো করবেন বলে বিশ্বাস করেন ক্যারিয়ারে ৪৯টি টেস্টে ২০৮টি উইকেট পাওয়া এ স্পিনার, 'পাকিস্তানে শাদাব খানের মাঝে দারুণ কিছু আছে এবং আমি মনেকরি সে টেস্ট ক্রিকেটেও ভালো করবে। আর ইয়াসির শাহর মাঠের রেকর্ড দেখলেই বোঝা যায় সে বিশ্বসেরা।'

তবে সীমিত ওভারের ক্রিকেটে কুলদ্বীপ যাবদের প্রশংসায় মাতেন এ পাকিস্তানী, 'আর সীমিত ওভারের ক্রিকেটে কুলদ্বীপ সত্যিই অসাধারণ স্পিনার এবং তার মাঝে ক্রিকেটের জ্ঞানও আছে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago