চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি নিহত

gunfight
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের বাঁশখালীতে কথিত বন্দুকযুদ্ধে এক গণধর্ষণ মামলার প্রধান আসামি নিহত হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৭।

রোববার দিবাগত রাতে বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত আব্দুল মজিদের (৩০) বাড়ি বৈলছড়ি এলাকায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, র‌্যাবের টহল দলের সঙ্গে রাত আড়াইটার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মজিদের দেহ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি দেশি বন্দুক ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

মজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।

বৈলছড়িতে গত ২৭ এপ্রিল রাতে এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছিল মজিদ ও তার সহযোগীরা। এই ঘটনায় বাঁশখালী থানায় হওয়া মামলার এক নম্বর আসামি ছিল মজিদ।

ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt to scale back foreign loan reliance

The government plans to scale back its dependence on foreign loans as it seeks to mitigate threats to external debt sustainability.

11h ago