লিবিয়া হত্যাকাণ্ড: ২৬ মামলায় ৫২ মানবপাচারকারী গ্রেপ্তার

লিবিয়ায় গুলিতে ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় এ পর্যন্ত ৫২ মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

লিবিয়ায় গুলিতে ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় এ পর্যন্ত ৫২ মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

হত্যাকাণ্ডের ঘটনায় ২৬টি মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের কঠোর নির্দেশনার আলোকে বাংলাদেশ পুলিশের সিআইডি, ডিএমপি ও র‌্যাবসহ অন্যান্য ইউনিট ব্যাপক তৎপরতা চালায় এবং মানবপাচারের সাথে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তার করে।

সম্প্রতি এক ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডারদের এ সংক্রান্ত কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছিলেন আইজিপি।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

5h ago