করোনা আক্রান্ত ডা. একেএম মুজিবুর রহমানের মৃত্যু
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. একেএম মুজিবুর রহমান আজ মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন।
তিনি কোভিড-১৯ পজিটিভ হয়ে হাসপাতালে প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দাশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী ডেইলি স্টারকে জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ডা. মুজিবুর রহমান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও এনাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।
তিনি আরও জানান, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জন চিকিৎসক মারা গেলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ জন চিকিৎসক।
Comments