আখাউড়া স্থলবন্দরে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি শুরু

টানা ১০ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া
স্টার ডিজিটাল গ্রাফিক্স

টানা ১০ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে বন্দরে আটকে থাকা ১০টি ট্রাকের পণ্য নেওয়ার মাধ্যমে আজ মঙ্গলবার সকাল থেকে রপ্তানি কার্যক্রম শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ৬ জুন আখাউড়া-আগরতলা স্থলবন্দরে কর্মরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যসহ ইমিগ্রেশনে কর্মরত বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়।’

তিনি আরও বলেন, ‘তাদের চিকিৎসার ব্যবস্থা করে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরকে জীবাণুমুক্ত করতে ৪৮ ঘণ্টার জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়।’

‘পরে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ অবস্থায় আজ সকালে পণ্য রপ্তানির কথা জানানো হয়,’ যোগ করেন তিনি।

‘এ কারণে শুধুমাত্র আটকে পড়া ১০টি ট্রাকের পণ্য ভারতে যাচ্ছে’ উল্লেখ করে তিনি আরও জানান, আগামীকাল বুধবার থেকে সীমিত পরিসরে বন্দরের কার্যক্রম চলবে।

প্রতিদিন সর্বোচ্চ ৪০টি ট্রাকে করে পণ্য ভারতে পাঠানো হবে বলেও জানান এই ব্যবসায়ী নেতা।

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

3h ago