ইনজুরিতে রিয়ালের ভাসকেজ

ফাইল ছবি: এএফপি

করোনাভাইরাস বিরতি কিছুটা হলেও আশীর্বাদ হয়ে এসেছিল রিয়াল মাদ্রিদের জন্য। ইনজুরির কারণে দলের অন্যতম সেরা তারকা এডেন হ্যাজার্ড ও মার্কো আসেনসিওর মতো তারকা খেলোয়াড়দের চলতি মৌসুমে পাওয়ার কথা ছিল না তাদের। অথচ আগের ম্যাচেই তাদের পেয়েছেন। তবে এরমধ্যে দুঃসংবাদও শুনেছে দলটি। ইনজুরিতে পড়েছেন লুকাস ভাসকেজ।

গত রোববার লম্বা বিরতির পর এইবারের বিপক্ষে মাঠে নেমে ৩-১ গোলের জয়ে পেয়েছে রিয়াল সে ম্যাচে খেলতে পারেননি ভাসকেজ। পরে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা লিখেছে, 'রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিম পরীক্ষা করার পর আমাদের একজন খেলোয়াড়, লুকাস ভাসকেজের ডান পায়ের পেশীর ইনজুরি ধরা পড়ে। তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে।'

ধারণা করা হচ্ছে ২৮ বছর বয়সী এই ফুটবলারের সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ লাগতে পারে। সেক্ষেত্রে লালিগার বেশ কিছু ম্যাচই মিস করতে যাচ্ছেন তিনি। যদিও সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগতে পারে, এ বিষয়ে কিছু জানানো হয়নি রিয়াল কর্তৃপক্ষ।

চলতি মৌসুমের শুরু থেকেই নানা চোটে পড়ে ঠিকভাবে খেলতে পারেনই ভাসকেজ। লিগে মাত্র ছয় ম্যাচে শুরুর একাদশে ছিলেন। অথচ কোচ জিনেদিন জিদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তিনি। তাই এবার তাকে নিয়ে জিদান খুব বেশি ঝুঁকি নিচ্ছেন না বলে বলেই জানা গেছে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার নিজেদের পরবর্তী ম্যাচে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল।

Comments

The Daily Star  | English

Diplomatic push loses steam

Iran says European proposals ‘unrealistic’; Trump says Europe’s diplomacy unlikely to yield results

6h ago