চট্টগ্রামে ওষুধ ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে পুলিশের ‘আমার ফার্মেসি’
চট্টগ্রামে ওষুধ নিয়ে ব্যবসায়ীদের দৌরাত্ম্য ও নগরবাসীর দুশ্চিন্তা বন্ধে নগরীতে ‘আমার ফার্মেসি’ চালু করেছে কোতোয়ালি থানা পুলিশ।
হটলাইনে ফোন করলেই ১৫ শতাংশ ছাড়ে বাসায় ওষুধ পৌঁছে দেবেন স্বেচ্ছাসেবকরা। কোতোয়ালি থানার তত্ত্বাবধানে ‘বিএম রাইডার্স’ এই উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে ওষুধ নেওয়ার সময় অবশ্যই চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে।
আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান।
তিনি বলেন, ‘ওষুধ নিয়ে নগরবাসীর দুশ্চিন্তা দূর করতেই মানবিক এই উদ্যোগ। আশাকরি, এই উদ্যোগ ওষুধ নিয়ে অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্য দূর করার পাশাপাশি নগরবাসীকে এই করোনাকালে স্বস্তি দেবে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘নগরবাসীর ওষুধ নিয়ে ভোগান্তি দূর করতেই “আমার ফার্মেসি” চালু করা হয়েছে। এটি পুরো চট্টগ্রামবাসীর ফার্মেসি।’
‘আমাদের হটলাইন ০১৮৭০৭০০৭০০ নম্বরে ফোন করলে ১৫ শতাংশ কম দামে ওষুধ বাসায় চলে যাবে। স্বেচ্ছাসেবক হিসেবে এই পুরো উদ্যোগ বাস্তবায়ন করবে বাইক স্টান্ট গ্রুপ “বিএম রাইডার্স”। তাদের ২০ জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে সার্বক্ষণিক নিযুক্ত আছেন’, বলেন ওসি।
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা হোয়াটস অ্যাপে চিকিৎসা ব্যবস্থাপত্র পাঠালে আমরা তা দেখে ওষুধ সরবরাহ করব।’
Comments