আমি তোমার মাথা ফাটিয়ে দেবো: ইংলিশ নারী ক্রিকেটারকে টেন্ডুলকারের ছেলে

সম্প্রতি নিজেদের বন্ধুত্ব নিয়ে কথা বলেছেন ড্যানি। সেখানেই এ ইংলিশ তারকা জানিয়েছেন, অনুশীলনে সব সময়ই তার মাথা ফাটিয়ে দেওয়ার কথা বলেন অর্জুন।
ছবি: ইনস্টাগ্রাম

ইংলিশ নারী দলের ক্রিকেটার ড্যানি ওয়াট ও ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার বেশ ভালো বন্ধু। এ দুইজন অনেক সময়ই একত্রে নানা ধরনের ছবি তুলে সামাজিক মাধ্যমে আপলোড করেছেন। সম্প্রতি নিজেদের বন্ধুত্ব নিয়ে কথা বলেছেন ড্যানি। সেখানেই এ ইংলিশ তারকা জানিয়েছেন, অনুশীলনে সব সময়ই তার মাথা ফাটিয়ে দেওয়ার কথা বলেন অর্জুন।

ক্রিকেট ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে তার বন্ধুত্বের কথা জানিয়ে ড্যানি বলেন, 'শচিন এবং অর্জুনের সঙ্গে আমার প্রথম দেখা লর্ডসের ক্রিকেট গ্রাউন্ডে। সম্ভবত ২০০৯ কিংবা ২০১০ সালে যখন আমি এমসিসির তরুণী ক্রিকেটার ছিলাম। তারা তখন সেখানে নেটে অনুশীলনে আসতো। আমি তখন তাদের নেটে গিয়ে বলেছিলাম, হ্যালো এবং আমার নিজের পরিচয় দিয়ে বলি আমি ড্যানি, এইসব কিছু আরকি... ১০ বছর আগে যখন অর্জুনের সঙ্গে আমার দেখা তখন সে অনেক ছোট ছিল। তখনকার একটি ছবি দেখবেন গুগলে আছে, যেখানে আমি তাকে বল করছিলাম। সে খুব ভালো ছিল।'

নেটেই অনুশীলনের সময় ড্যানির মাথা ফাটিয়ে ফেলতে বাউন্সার দেওয়ার কথা জানান এ নারী ক্রিকেটার, 'এরপর মাঝেমধ্যেই আমার সঙ্গে শচিন ও অর্জুনের সঙ্গে দেখা হয়, যখন তারা লর্ডসে আসে। তখন আমি নেটে যাই এবং তাকে নতুন বল দিয়ে আমাকে বোলিং করতে বলি। সে খুবই দ্রুত। সে সবসময়ই বলে, আমি বাউন্স দেবো এবং তোমার মাথা ফাটিয়ে দেবো। এ কারণে আমাকে তার বোলিং করা খুব একটা পছন্দ করি না। সে সত্যিই ভয়ঙ্কর হয়ে ওঠে।'

তবে অনুশীলনে অর্জুনের বিধ্বংসী রূপ দেখলেও নিজেদের মধ্যে বোঝাপড়াটা দারুণ ড্যানির। অর্জুনের পুরো পরিবারের উচ্ছ্বসিত প্রশংসাই করেন তিনি, 'তারা অসাধারণ একটি পরিবার। অর্জুনের মাও বেশ দারুণ। সম্প্রতি আমি অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে আমার শচিনের সঙ্গে দেখা হয়েছে।'

২০১০ সাল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ড্যানি সবশেষ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। তবে আসরটি ভালো যায়নি তার। সিডনিতে উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২৯ রানের স্কোর করেছিলেন। তবে টি-টোয়েন্টিতে ২টি সেঞ্চুরি রয়েছে তার। ১০৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৫৮৮ রান। পাশাপাশি পেয়েছেন ৪৬টি উইকেট। আর ৭৪টি ওয়ানডেতে ১০২৮ রানের পাশাপাশি ২৭টি উইকেট পেয়েছেন ২৯ বছর বয়সী এ ইংলিশ তারকা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago