বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাভাইরাসে আক্রান্ত
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাশুকুর রহমান সিকদার দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মন্ত্রী আজ এয়ারকেয়ার হাসপাতালে নমুনা দিয়েছিলেন। কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে আমাদের জানানো হয় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত।’
বাণিজ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, বড় ধরনের কোনো সমস্যা নেই তার। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার জন্য তিনি শিগগির হাসপাতালটিতে যাবেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
গত সোমবার টিপু মুনশি সংসদের অধিবেশনে যোগ দিয়েছিলেন জানিয়ে তার ব্যক্তিগত সহকারী বলেন, 'সেদিন একটা দরকারে স্যারকে সংসদ অধিবেশনে থাকতে হয়েছিল।'
বর্তমান সরকারের মন্ত্রিসভার চতুর্থ সদস্য হিসেবে মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হলেন টিপু মুনশি। মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এখনো ভাইরাসের সঙ্গে লড়াই করছেন।
গত শনিবার প্রয়াত হওয়া ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
Comments