কাতার এয়ারওয়েজের অফিস সাময়িক বন্ধ

টিকিট বুকিং দিতে গিয়ে যাত্রীরা সামাজিক দূরত্ব নীতি মেনে না চলায় সাময়িকভাবে কাতার এয়ারওয়েজের অফিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও সকল যাত্রীদের বুকিং সংক্রান্ত তথ্যের জন্য ফোনে বা ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

টিকিট বুকিং দিতে গিয়ে যাত্রীরা সামাজিক দূরত্ব নীতি মেনে না চলায় সাময়িকভাবে কাতার এয়ারওয়েজের অফিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও সকল যাত্রীদের বুকিং সংক্রান্ত তথ্যের জন্য ফোনে বা ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

আজ বুধবার কাতার এয়ারওয়েজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টিকিটের প্রচুর চাহিদা থাকার কারণে আমাদের বাংলাদেশ অফিসে যাত্রীরা ভিড় করেন। কিন্তু, তারা সামাজিক দূরত্ব নীতি পালনে ব্যর্থ হয়। আমার সবকিছুর আগে আমাদের গ্রাহক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এজন্য সাময়িকভাবে অফিস বন্ধ করা হলো। সবার কাছে আমাদের অনুরোধ বুকিং সংক্রান্ত তথ্যের জন্য ফোন বা ইমেইলে যোগাযোগ করুন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল এভিয়শনের নির্দেশনা অনুযায়ী সামাজিক নীতি নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইটে ২৫ শতাংশ আসন খালি থাকবে।’

গত ১৬ জুন থেকে কাতার এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। তারা প্রতি সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করতে পারবে।  

বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের +৯৭৪ ৪০২২ ২২০০ অথবা [email protected] এই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

7h ago