নগদ অর্থ সহায়তা, চাল আত্মসাৎ ও তালিকা প্রণয়নে অনিয়ম

আরও ১০ ইউপি সদস্যসহ এক চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

lgerd_ministry.jpg

প্রধানমন্ত্রীর মোবাইল ব্যাংকিং এর নগদ অর্থ সহায়তা, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ ও উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মসহ অন্যান্য অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দশ ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে এ পর্যন্ত ১০০ জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হলো।

আজ বুধবার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর দেওয়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির জন্য ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম মিয়া এবং জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ফরিদা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

খাদ্যবান্ধব কর্মসূচির জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ, উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মসহ অন্যান্য কারণে পিরোজপুর, মাগুরা, ময়মনসিংহ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের নয় সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে, কেন তাদেরকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কাছে দিতে বলা হয়েছে।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ নিয়ে এ পর্যন্ত মোট ১০০ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে আছেন ৩০ জন ইউপি চেয়ারম্যান, ৬৪ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চার জন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

9m ago