ইংল্যান্ডের ৩০ জনের দলে মঈন, নতুন মুখ আট

ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডের ৩০ সদস্যের অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন মঈন আলি। ফর্মহীনতার কারণে গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের পর বাদ পড়ে গিয়েছিলেন এই স্পিন-অলরাউন্ডার।

বুধবার অনুশীলন ক্যাম্পের জন্য নির্বাচিত ক্রিকেটারদের মধ্যে আটটি নতুন মুখকে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ২৩ জুন সাউথ্যাম্পটনে তারা সবাই একত্রিত হবেন।

আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ জুলাই। ভেন্যু সাউথ্যাম্পটন। পরের ম্যাচ দুটি হবে ওল্ড ট্র্যাফোর্ডে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই। তৃতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৪ জুলাই থেকে। প্রতিটি ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে ও জৈব-সুরক্ষিত পরিবেশে।

দলে জায়গা হারানোর পর মঈন ইংলিশ বোর্ডের ২০১৯-২০ মৌসুমের লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও ঠাঁই পাননি। এরপর গেল সেপ্টেম্বর তিনি নিজেই এই সংস্করণ থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাওয়ার ঘোষণা দেন। তবে গেল এপ্রিলে এই ৩২ বছর বয়সী তারকা জানান, টেস্টে ফিরতে প্রস্তুত তিনি।

আট নতুন মুখের মধ্যে ব্যাটসম্যান ড্যান লরেন্স, উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমস ব্রেসি ও পেসার অলি রবিনসনের নাম উল্লেখযোগ্য। জায়গা পেয়েছেন সাকিব মাহমুদ, লুইস গ্রেগরি ও ম্যাট পারকিনসনও। ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের সংস্করণে খেললেও এখনও টেস্ট অভিষেক হয়নি তাদের।

বড় কোনো তারকার বাদ পড়ার চমক নেই এই দলে। চোট কাটিয়ে অনুমিতভাবে ফিরেছেন তিন পেসার জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার ও মার্ক উড এবং ওপেনার ররি বার্নস।

আগামী ১ জুলাই থেকে সাউথ্যাম্পটনে নিজেদের মধ্যে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন ইংলিশ ক্রিকেটাররা। এরপর ঘোষণা করা হবে প্রথম টেস্টের দল।

ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পের ৩০ জনের দল: জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, ডমিনিক বেস, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, লুইস গ্রেগরি, কিটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন, ম্যাট পার্কিনসন, অলি পোপ, অলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোন, অমর ভার্দি, ক্রিস ওকস, মার্ক উড।

Comments

The Daily Star  | English

First day of tariff talks ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

1h ago