সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারতকে ৫,৭০০ কোটি রূপি ঋণ দেবে চীনা ব্যাংক

সীমান্ত নিয়ে ভারত এবং চীনের মধ্যে এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ভারতকে ৭৫ কোটি ডলার বা প্রায় ৫ হাজার ৭০০ কোটি রূপি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনের ব্যাংক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।
ভারত ও চীনের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

সীমান্ত নিয়ে ভারত এবং চীনের মধ্যে এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ভারতকে ৭৫ কোটি ডলার বা প্রায় ৫ হাজার ৭০০ কোটি রূপি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনের ব্যাংক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যমম নিউজ এইটটিনের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এআইআইবি ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা মহামারিতে সংকটে পড়া ভারতের অর্থনীতিকে সচল করতেই  এই ঋণ দেওয়া হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ সহায়তায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করা, সামাজিক সুরক্ষার কাঠামো তৈরি এবং ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করা।

এর আগেও করোনা মহামারি মোকাবিলায় ভারতকে ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছিল এআইআইবি ব্যাংক। তখন করোনা মহামারির কারণে সৃষ্ট আর্থিক মন্দা কাটাতে ১০ বিলিয়ন ডলারের একটি তহবিলের ঘোষণা করেছিল এআইআইবি ব্যাংক। ওই ঋণের উদ্দেশ্য ছিল সরকারি এবং বেসরকারি খাতকে করোনা মহামারি মোকাবিলায় সহায়তা করা।

গত সোমবার রাত থেকে লাদাখের গালওয়ানে নিয়ন্ত্রণরেখায় ভারত ও চীনের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করেছ। চীনের হামলায় কমপক্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago