নাসিমকে নিয়ে সমালোচনা

ডিজিটাল নিরাপত্তা আইনে রাবি শিক্ষক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ নাসিমের সমালোচনা করার অভিযোগে রাজশাহী বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
RU_Teacher_Zahidur_Rahman.jpg
কাজী জাহিদুর রহমান। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ নাসিমের সমালোচনা করার অভিযোগে রাজশাহী বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রুহুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের সহকারি প্রভোস্ট। গতকাল রাতে আইনজীবী তাপস কুমার সাহা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ এবং ৩১ ধারায় মতিহার থানায় মামলাটি দায়ের করেন।

মামলার নথি থেকে রুহুল কুদ্দুস বলেন, ‘রাবি শিক্ষক তার ফেসবুক পোস্টে কারো নাম উল্লেখ করেননি। কিন্তু মামলার বাদী দাবি করেছেন, তার পোস্ট নাসিমের সমালোচনা করেই ছিল। জাহিদুর রহমান চ্যানেল আই অনলাইন পোর্টালে প্রকাশিত নাসিমের শারীরিক অবস্থা সম্পর্কিত একটি সংবাদ শেয়ার করেন। সেখানে মন্তব্য করেন, এই সংবাদে পাঠকদের মন্তব্য সরকারের নজরে আনা উচিত।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১ ও ২ জুন মোহাম্মদ নাসিম যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তখন জাহিদুর রহমান আক্রমণাত্মক ও বিদ্বেষমূলক মন্তব্য করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেন। জাহিদুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। নাসিমের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে গত ১৬ জুন দল থেকে তার সদস্য পদ বাজেয়াপ্ত করা হয়।’

Comments

The Daily Star  | English

Harris goes on offense against Trump in combative debate

A former prosecutor, Harris, 59, appeared to get under the former president's skin with a series of sharp attacks, prompting a visibly angry Trump to deliver a stream of falsehood-filled retorts.

1h ago