ডা. রকিব হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আব্দুর রকিব খানকে হত্যা মামলার প্রধান আসামিসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডা. রকিব খানকে হত্যা মামলায় আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল এজাহারনামীয় জমির, আবুল আলী, আব্দুর রহিম। এ ছাড়া, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন গোলাম মোস্তাফা ও খাদিজা। এজাহারনামীয় একজন আসামি বাকি আছেন, তাকেও গ্রেপ্তার করা হবে।’
পুলিশ জানায়, আজ ভোররাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী ও খুলনার রূপসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ডা. রকিব মারা যান। তিনি খুলনার গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের মালিক। রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনের হামলায় ডা. রকীব আহত গুরুতর আহত হন।
আরও পড়ুন:
খুলনায় রোগীর স্বজনদের হামলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রকীবের মৃত্যুর অভিযোগ
Comments