ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে ১৫ ঘর-বাড়ি বিধ্বস্ত

Tornado_Brahmanbaria.jpg
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় টর্নেডোর আঘাতে ১৫টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় টর্নেডোর আঘাতে ১৫টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত চার জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামের দক্ষিণপাড়ার ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়।

আহত হয়েছেন, দক্ষিণ পাড়ার মৃত শুক্কুর মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৬০), একই পাড়ার মালয়েশিয়া প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী প্রিয়া ইসলাম (৩৫), নাদিরা আক্তার (২৩) ও জহিরুল ইসলাম (৩০)। 

ক্ষতিগ্রস্তরা জানান, সকালে হঠাৎ করে প্রচণ্ড বেগে বাতাস বইতে থাকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘূর্ণিপাকে ঘর-বাড়ি উড়িয়ে নিয়ে যায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘কয়েক সেকেন্ড স্থায়ী টর্নেডোর আঘাতে দক্ষিণপাড়ার অন্তত ১৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে তিনটি বসতঘর একেবারে দুমড়ে-মুচড়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের নগদ ছয় হাজার করে টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে।’

Comments

The Daily Star  | English
Bangladesh inflation rate update

Inflation declines to 8.48%, lowest in 27 months    

The easing was driven by declines in both food and non-food inflation

16m ago