চেলসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করলেন ভের্নার
মৌখিক চুক্তিটা আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। পাশাপাশি ফুটবল ক্লাব চেলসির আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে তা মিলেছে। চেলসিতে যোগ দিয়েছেন আরবি লাইপজিগের জার্মান ফরোয়ার্ড টিমো ভের্নার। নিজেদের ওয়েবসাইটে বিষয়টির কথা জানিয়েছে ইংলিশ ক্লাবটি।
ভের্নারকে পেতে ৫৩ মিলিয়ন পাউন্ড খরচ করেছে চেলসি। তা সঙ্গে ক্লাবটির চুক্তি হয়েছে পাঁচ বছরের। ক্লাব থেকে সাপ্তাহিক ১ লাখ ৭৫ হাজার পাউন্ড বেতন পাবেন এ জার্মান তরুণ।
ক্লাবে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তাও দেন ভের্নার, 'চেলসির সঙ্গে চুক্তি করে আমি দারুণ খুশী। এ ক্লাব যোগ দেওয়া আমার জন্য দারুণ গর্বের বিষয়। চার বছরের অসাধারণ সময়ের জন্য অবশ্যই আরবি লাইপজিগকে ধন্যবাদ জানাই, ক্লাব এবং সমর্থকদের। তোমরা সবসময় আমাদের হৃদয়ে থাকবে।'
চেলসির হয়ে ভালো কিছু করবেন এমন প্রত্যাশা করে আরও বলেন, 'আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে পরবর্তী মৌসুম শুরু করতে মুখিয়ে আছি। আমার নতুন ম্যানেজার এবং অবশ্যই চেলসির সমর্থকদের জন্য। সবাই মিলে আশা করছি সামনে আমরা সফল হব।'
শুরুতে ভের্নারের আরেক ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দেওয়ার ইচ্ছা ছিল। লিভারপুলও তাকে পেতে চেষ্টা করে। কিন্তু তার পুরো রিলিজ ক্লজ দিতে নারাজ তারা। মূলত, কিন্তু করোনাভাইরাসে সৃষ্ট আর্থিক ঘাটতির এ সময়ে এতো বড় ঝুঁকি নিতে চায়নি ক্লাবটি। অন্যদিকে গত মৌসুমে দলবদলে নিষেধাজ্ঞা থাকার কারণে এক বছর ধরে নতুন খেলোয়াড় কিনতে না পারায় অর্থেরও কোনো সমস্যা নেই চেলসির। রিলিজ ক্লজের অর্থ পুরোটাই দিয়েই তাকে কিনে আনে চেলসি।
লাইপজিগে চার বছরের ক্যারিয়ারে দারুণ সফল ছিলেন ভের্নার। ১৫৭টি ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ৯৩টি। গোল করার পাশাপাশি গোল করানোর দক্ষতার কারণেই এগিয়ে আছেন তিনি। এ সময়ে ৪০টি গোলে সহায়তা করেছেন এ তরুণ।
Comments