আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরে গেলেন ১২০ ভারতীয়
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া ১২০ জন ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাওয়ার জন্যে ১৩৪ জন নাম নিবন্ধন করেছিলেন। কিন্তু, ঝড়-বৃষ্টির কারণে সবাই যেতে পারেননি।
বন্দর সূত্র জানিয়েছে, নিবন্ধিত ১৩৪ জনের মধ্যে ১২০ জন নিজ দেশে ফিরে গেছেন।
সূত্র আরও জানায়, ১৩৪ জন বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন। করোনা মোকাবিলার অংশ হিসেবে লকডাউন কর্মসূচি শুরু হওয়ায় তারা আটকে পড়েছিলেন।
আখাউড়া স্থলবন্দরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান উপস্থিত থেকে তাদের বিদায় জানান।
Comments