করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে হন্ডুরাসের প্রেসিডেন্ট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজ। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে।
আল জাজিরা জানায়, প্রেসিডেন্ট হুয়ানের স্ত্রী ও দুই সহযোগীর স্বাস্থ্য পরীক্ষায়ও করোনা শনাক্ত হয়েছে। তবে, তাদের দেহে কোনো উপসর্গ নেই।
গতকাল বুধবার, করোনা শনাক্ত হওয়ার একদিন পরেই প্রেসিডেন্টকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা।
হুন্ডুরাসের হেলথ এজেন্সির মুখপাত্র ফ্রান্সিস কন্ট্রেরাস জানান, প্রেসিডেন্টকে বিশেষায়িত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কন্ট্রেরাস বলেন, ‘তার স্বাস্থ্যের অবস্থা ভালো। তবে, এক্স-রেতে ফুসফুসের কিছু সমস্যা দেখা গেছে।’
গত মঙ্গলবার প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজ তার করোনা আক্রান্তের খবর টেলিভিশনে জানান। তার হালকা উপসর্গ আছে বলে জানান তিনি।
শারীরিক স্থিতিশীলতার কথা জানিয়ে তিনি বলেন, চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন। দূর থেকে সহযোগীদের মাধ্যমে কাজ করবেন।
Comments