পঞ্চগড়ে নয় দিনে ৫ শিশুর পানিতে ডুবে মৃত্যু
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে গত নয় দিনে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার দুই বছর বয়সী আরাফাত ইসলাম রাফির পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।
আজ বিকেল সাড়ে পাঁচটায় পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী-মাহানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদ বলেন, ‘শিশু আরাফাত ইসলাম বাড়ির আশেপাশে খেলার এক পর্যায়ে পেছনের পুকুরে পড়ে যায়। পরে তার দেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।’
গতকাল বিকেলে একই উপজেলার ধাক্কামারা ইউনিয়নের নবী হোসেনের আট মাস বয়সী কন্যাশিশু বালতির পানিতে ডুবে মারা যায়।
গত ১৫ জুন তুষার চন্দ্র রায় (৫) নামে এক শিশু সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে নুনিয়াপাড়া গ্রামে এবং গত ১০ জুন আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকার দুলাল হোসেনের শিশু পুত্র সিয়াম হোসেন (২) এবং তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৫) তাদের নিজ নিজ বাড়ির পাশে ডোবায় ও পুকুরে ডুবে মারা যায়।
এ নিয়ে জেলায় গত নয় দিনে পাঁচ শিশু পানিতে ডুবে মারা গেল। যাদের বয়স আট মাস থেকে পাঁচ বছরের মধ্যে।
সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাগণ পাঁচ শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন।
Comments