ভ্যান ডাইক পৃথিবীর সেরা ডিফেন্ডার নয়: রিচার্লিসন

গত মৌসুমে উয়েফার বর্ষসেরা পুরষ্কার জিতে নিয়েছেন। ফিফার বর্ষসেরার পুরষ্কারটা জিততে পারেননি খুব অল্পের জন্য। একই অবস্থা হয় ব্যালন ডি'অরেও। তবে সবক্ষেত্রেই সেরা ডিফেন্ডার হিসেবে এক বাক্যেই মেনে নেওয়া হয়েছে লিভারপুলের ডাচ তারকা ভার্জিল ভ্যান ডাইককে। কিন্তু এ ডিফেন্ডারকে সময়ের সেরা মানতে নারাজ এভারটনের ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। তার দৃষ্টিতে বর্তমানে আরও তিন জন ডিফেন্ডার রয়েছেন, যারা ভ্যান ডাইকের চেয়ে ভালো।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে আবারও মাঠে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আর নিজেদের প্রথম ম্যাচে মার্সেইসাইড ডার্বিতে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও এভারটন। এ ম্যাচ জিততে পারলে শিরোপা জয়ের খুব কাছাকাছি চলে যাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। কারণ লিগ শিরোপা নিশ্চিত করতে আর মাত্র দুটি জয় পেছনে রয়েছে তারা।
অন্যদিকে ৩০ বছর পর লিভারপুলের অধরা শিরোপা স্বপ্নে ধাক্কা দিতে চায় এভারটন। আর এর জন্য ভ্যান ডাইকই মূল প্রতিদ্বন্দ্বী হবেন এটা খুব ভালো করেই জানেন রিচার্লিসন। হয়তো এ কারণেই ম্যাচের আগে লিভারপুলের সেরা তারকাকে খোঁচা দিয়ে দিলেন এ ব্রাজিলিয়ান।
এ কথা বলার পেছনে যুক্তিও তুলে ধরেছেন রিচার্লিসন। খুব অল্প কিছু খেলোয়াড়ই ভ্যান ডাইককে ড্রিবল করে কাটিয়ে যেতে পেরেছে। তাদের মধ্যে এ ব্রাজিলিয়ান তারকা অন্যতম। দেসিমপেডিডসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে রিচা বলেন, 'লোকজন তার (ভ্যান ডাইক) ব্যাপারে অনেক কথা বলে, হ্যাঁ সে অবশ্যই ভালো ডিফেন্ডার কিন্তু তাকে আমি এরমধ্যেই ড্রিবল করে পেছনে ফেলেছি। সে পৃথিবীর সেরা তিন জনের মধ্যে একজন কারণ সে একটি ভালো মৌসুম কাটিয়েছে।'
তাহলে বর্তমান বিশ্বের সেরা কে? এমন প্রশ্ন রাখা হয় রিচার্লিসনকে। সেখানে প্যারিস সেইন্ট জার্মেই দুইজন ডিফেন্ডারকে রেখে এ এভারটন তারকার সাবলীল উত্তর, 'থিয়াগো সিলভা, মারকুইনহোস এবং সের্জিও রামোস।'
Comments