বাউফলে নৌকাডুবিতে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার
পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চ ঘাট এলাকায় আলগী নদীতে খেয়া নৌকাডুবির একদিন পর নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে তিনটার দিকে লঞ্চ ঘাট এলাকায় আসলামের (৩৫) ও চারটার দিকে একই নদীর তালতলি এলাকা থেকে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসীর (২৫) ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওই দম্পতির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ভোর পাঁচটার দিকে নুরাইনপুর লঞ্চঘাট এলাকায় ঢাকা-কালাইয়াগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ঈগল-৪ এর সঙ্গে ধাক্কা লেগে একটি খেয়া নৌকা ডুবে যায়। এ ঘটনায় আনোয়ার হোসেন খান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। আর আসলাম শরীফ ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসী নিখোঁজ ছিলেন। আজ তাদের মরদেহ উদ্ধার করা হলো।
Comments