আজ রাত থেকে কুমিল্লা সিটির ৪ ওয়ার্ড লকডাউন
করোনা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকার চারটি ওয়ার্ড ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসনের গণ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশি সংক্রামিত এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে সিটি করপোরেশন এলাকার ৩, ১০, ১২ ও ১৩ নং ওয়ার্ডের নির্দিষ্ট এলাকায় ‘স্থানীয় লকডাউন’ ঘোষণা করা হয়েছে। আজ রাত ১২টা থেকে এই লকডাউন থেকে শুরু হয়ে আগামী ৩ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেড জোনের বাসিন্দারা বাসা থেকে অফিসের কাজ করবেন। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) এলাকায় কর্মরতরা রেড জোন এলাকা থেকে পরিচয়পত্র দেখিয়ে দিনে একবার বের হতে ও ঢুকতে পারবে। ব্যাংকগুলো জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সীমিত আকারে চালু রাখা হবে। তবে, শপিং মল, বন্ধ থাকবে।
এ ছাড়াও, লকডাউন এলাকার ভেতরে কোনো ধরনের যানবাহন চলবে না এবং এই এলাকা থেকে কেউ বাইরে যেতে পারবে না কিংবা বাইরে থেকে ভেতরেও আসতে পারবে না।
জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, কর্মচারী ও যানবাহন এ নির্দেশনার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
Comments