সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপির করোনা শনাক্ত

ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের (৭৮) করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে আছেন।
খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের (৭৮) করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে আছেন।

আজ শুক্রবার বিকেলে খন্দকার মোশাররফ হোসেন নিজে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘গতকাল আমার কোভিড-১৯ নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ পেয়েছি। আমি ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। আমি বর্তমানে ভালো আছি এবং সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।’

ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত, খন্দকার মোশাররফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের শ্বশুর। তিনি ২০০৯ সাল থেকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও গত দুই বার মন্ত্রিসভার সদস্য ছিলেন। ২০০৯ সাল থেকে তিনি শ্রম মন্ত্রী ও পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হন। ২০১৫ সালে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন।

Comments