করোনা কেড়ে নিল কামাল লোহানীকেও
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শনিবার সকালে হাসপাতালের পরিচালক ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকাল ১০টায় আমরা তাকে মৃত বলে ঘোষণা করি।’
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বিকালে কামাল লোহানীকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল।
এর আগে, কামাল লোহানীর করোনা আক্রান্তের তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন তার ছেলে সাগর।
গত মাসের মাঝামাঝিতে কিডনির সমস্যাসহ কামাল লোহানীর (৮৬) অন্যান্য শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
Comments