করোনাভাইরাস

মৃত্যু ৪ লাখ ৬০ হাজার, আক্রান্ত ৮৬ লাখ ৬৩ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৬৩ হাজারের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ৪২ লাখ মানুষ।
যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ১৮ জুন ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৬৩ হাজারের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ৪২ লাখ মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৬৩ হাজার ১৩৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬০ হাজার ৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪২ লাখ ৪৫ হাজার ৭৭৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ২০ হাজার ৯৬১ জন এবং মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ১১২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬ লাখ ৬ হাজার ৭১৫ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩২ হাজার ৯১৩ জন, মারা গেছেন ৪৮ হাজার ৯৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৬৩১ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২ হাজার ৫৪৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩ হাজার ২৮৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও পেরুতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ২৯২ জন এবং মারা গেছেন ৭ হাজার ৮৩১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৮৫১ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৩৮৮ জন এবং মারা গেছেন ৭ হাজার ৪৬১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার ১৯০ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন, মারা গেছেন ১২ হাজার ৫৭৩ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭১১ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৭৫ জন, মারা গেছেন ২৮ হাজার ৩১৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ১১ জন, মারা গেছেন ৩৪ হাজার ৫৬১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৯০৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩ জন, মারা গেছেন ২৯ হাজার ৬২০ জন এবং সুস্থ হয়েছেন ৭৪ হাজার ২৪১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ২৯৯ জন, মারা গেছেন ৮ হাজার ৮৮৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৯৭২ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৬২ জন, মারা গেছেন ৯ হাজার ৩৯২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৯২ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ২৪৫ জন, মারা গেছেন ৪ হাজার ৯০৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫১৬ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৯৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৫১৫ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।

Comments

The Daily Star  | English

World Bank commits over $2b to support reform in Bangladesh

The country director informed that the WB can mobilise about $2 billion this fiscal year to support critical reforms, flood response, better air quality, and health

12m ago