করোনাভাইরাসে আক্রান্ত নাফিস ইকবাল

শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।
Nafees Iqbal and tamim iqbal
তামিম ইকবাল (বামে) ও নাফিস ইকবাল। ছবি: ফাইল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান ও ওয়ানডে সংস্করণের বর্তমান অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

৩৪ বছর বয়সী নাফিস কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার খবরটি শনিবার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। বেশ কয়েক দিন আগে তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।

ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান নাফিস বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। দারুণ সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হলেও আন্তর্জাতিক অঙ্গনে তার পথচলা থেমে গেছে আড়াই বছরেরও কম সময়ে। ২০০৩ সালের নভেম্বরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু, ২০০৬ সালের মার্চে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে শেষ।

টেস্টে ২৩.৫৪ গড়ে এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিসহ ৫১৮ রান করেছেন নাফিস। ওয়ানডেতে ১৯.৩১ গড়ে তার সংগ্রহ ৩০৯ রান। হাফসেঞ্চুরি পেয়েছেন দুটি।

২০১৮ সালের ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলেছেন নাফিস। খেলা ছাড়লেও তিনি যুক্ত আছেন ক্রিকেটের সঙ্গেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

16m ago