বান্দরবানে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত, আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে মং হ্লা ওয়াই মারমা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, মং হ্লা ওয়াই মারমার বাড়ি উপজেলার লামারপাড়ায়। গতকাল লামারপাড়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মং হ্লা খেলায় অংশ নিতে গেলে চা সা মং (২৭) বাধা দেয়। এরপর মং হ্লা লাঠি হাতে চা সার বাড়িতে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে চা সার মং হ্লার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে আঘাত করে। আহত অবস্থায় মং হ্লাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেন আরও বলেন, ‘গতকালই চা সা মংকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
Comments