ডিবির হাতে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৩
কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক লক্ষ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এই অভিযানে এক রোহিঙ্গা যুবক ও এক নারীসহ তিন জন গ্রেপ্তার হয়েছেন।
জব্দ করা ইয়াবার দাম প্রায় পাঁচ কোটি ৪০ লাখ টাকা বলে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া পাচারকারীরা হলেন বান্দরবান জেলার আলীকদম উপজেলার আবদুর রশিদ (২৬), নাইক্ষ্যংছড়ির মাহমুদা বেগম (৪১) ও উখিয়ার কুতুপালং লম্বারশিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের এনামুল হাসান (২১)। তাদের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কক্সবাজার ডিবি পুলিশের ওসি শেখ আশরাফুজ্জান দ্য ডোইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
Comments