সৌদি আরবে কারফিউ উঠছে রোববার
করোনাভাইরাসর কারণে টানা তিন মাস পর সৌদি আরবের লকডাউন ও কারফিউ শেষ হচ্ছে আগামীকাল রোববার।
শনিবার, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায়, রোববার সকাল ৬টা থেকে কারফিউ তুলে নেওয়া হবে। ব্যবসা প্রতিষ্ঠানের ওপর থেকেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে। তবে হজ্বযাত্রা, আন্তর্জাতিক ভ্রমণ ও ৫০ জনের বেশি জমায়েতের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির অধিকাংশ শহরেই গত মার্চ মাস থেকে ২৪ ঘণ্টা কারফিউ জারি ছিল।
মে মাসে, চলাচল ও ভ্রমণে বিধিনিষেধ শিথিল করার জন্য সৌদি আরব তিন পর্বের একটি পরিকল্পনা ঘোষণা করে। ওই পরিকল্পনা অনুযায়ী, ২১ জুন কারফিউ সম্পূর্ণভাবে শেষ হবার কথা।
গত ২৮ মে চলাচল ও ভ্রমণের ওপর বিধিনিষেধ শিথিল করার পর সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েছে।
শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৪ হাজারের বেশি, মারা গেছেন ১ হাজার ২৩০ জন।
Comments