‘সাহারা খাতুনের অবস্থা আগের চেয়ে একটু ভালো’
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থা ‘আগের চেয়ে একটু ভালো’ বলে জানিয়েছেন তার ভাগ্নে মুজিবর রহমান।
তাকে আরও উন্নত চিকিৎসা দিতে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা।
আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে টেলিফেনে তিনি দ্য ডেইলি স্টারকে এ কথা বলেছেন।
মুজিবর রহমান বলেন, ‘উনার (সাহারা খাতুনের) অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছিল। ওষুধ দিয়ে তার প্রেশার স্বাভাবিক রাখা হতো। তাকে বাইপ্যাপ ভেন্টিলেটর দেওয়া হয়েছিল।’
‘এখন আল্লাহর রহমতে কোনো ওষুধ ছাড়াই তার প্রেশার স্বাভাবিক আছে। এছাড়াও, বাইপ্যাপ ভেন্টিলেটর খুলে চিকন পাইপ দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে,’ যোগ করেন তিনি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা সর্বশেষ কী বলেছেন?— মুজিবর রহমান বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, আমরা তো সর্বাত্মক চেষ্টা করছি। আমরা তখন বলেছিলাম, কিন্তু, রোগী তো ভালো হচ্ছে না। আমরা তাকে যে অবস্থায় এনেছিলাম তার চেয়ে এখন অবস্থা অনেক ক্রিটিক্যাল। দিনে দিনে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। তখন তারা (চিকিৎসকরা) বলেন, আমরা সব রোগীর জন্যেই সর্বাত্মক চেষ্টা করি। তবে আপনারা তাকে আরও উন্নত চিকিৎসা দিতে চাইলে দেশের বাইরে নিয়ে যেতে পারেন।’
আরও পড়ুন:
Comments