এমপি শহিদের প্রতিষ্ঠানের ৫ মিলিয়ন কুয়েতি দিনার জব্দের আবেদন
মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের প্রতিষ্ঠানের ৫ মিলিয়ন কুয়েতি দিনার জব্দ করার জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে সরকারি কৌঁসুলি পক্ষ।
গতকাল শনিবার কুয়েতি সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাজী শহিদ ইসলাম পাপুল ও তার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার জন্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে সরকারি কৌঁসুলি পক্ষ।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, কাজী শহিদের কোম্পানিতে ৫ মিলিয়ন কুয়েতি দিনার আছে। এর মধ্যে ৩ মিলিয়ন দিনার কোম্পানির মূলধন।
এতে আরও বলা হয়, কাজী শহিদ ও তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করার জন্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছে সরকারি কৌঁসুলি পক্ষ। যেহেতু ইতোমধ্যে তারা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছেন, তাই তারা যেন নতুন করে সেই অ্যাকাউন্ট থেকে অর্থ তুলতে না পারেন, সেই জন্যেই তাদের অ্যাকাউন্ট জব্দ করার আবেদন করা হয়েছে।
Comments