প্রায় ৩ মাস পর আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট শুরু
প্রায় তিন মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বাংলাদেশ বিমান। আজ ঢাকা-লন্ডন-ঢাকা ফ্লাইট দিয়ে পুনরায় এই যাত্রা শুরু হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুর ১২টা ২ মিনিটে ১৮৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি০০১ লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।’
তিনি জানান, স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রত্যেক যাত্রীকে দেওয়া হয়েছে গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও ফেস মাস্ক। ফ্লাইটে নিয়মিত খাবারের বদলে দেওয়া হয়েছে প্যাকেটজাত শুকনো খাবার।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, ঢাকা থেকে লন্ডন যাওয়ার জন্য করোনাভাইরাসে আক্রান্ত নয় মর্মে কোনো যাত্রীর হেলথ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক নয়। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত একটি ঘোষণাপত্র পূরণ করতে হবে।
যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে যাওয়া সব যাত্রীকেই বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।
মহামারি বৈশ্বিক রূপ নেওয়ার সঙ্গে সঙ্গে গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ক্রমেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করতে শুরু করে বিমান। ৩০ মার্চ ঢাকা-লন্ডন রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালনা করেছিল জাতীয় পতাকাবাহী এই বিমান সংস্থাটি।
Comments