ভারত-মিয়ানমার সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প

রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের পূর্বাঞ্চলে আজ রবিবার বিকালে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী ঢাকা থেকে ২৭৯ কিলোমিটার পূর্বে ভারত-মিয়ানমারের সীমান্ত এলাকায়।
আজ বিকাল চারটা ৪৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এটিকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
Comments