করোনাভাইরাস

মৃত্যু ৪ লাখ ৬৭ হাজার, আক্রান্ত ৮৯ লাখ ২৯ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ২৯ হাজারের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন ৪৪ লাখের মানুষ।
ব্রাজিলে নিরাপদ পোশাক পরে করোনায় আক্রান্ত রোগীকে সেবা দিচ্ছেন এক নার্স। ১৭ জুন ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ২৯ হাজারের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন ৪৪ লাখের মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ২৯ হাজার ৩৯৪ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৭ হাজার ৬৭৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪৪ লাখ ১৯ হাজার ৭৩৫ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৭৯ হাজার ৮৭৯ জন এবং মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৯৬৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬ লাখ ২২ হাজার ১৩৩ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৮৩ হাজার ৩৪১ জন, মারা গেছেন ৫০ হাজার ৫৯১ জন এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ১১৮ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২ হাজার ৭১৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫ হাজার ৮০৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও পেরুতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৩ হাজার ৮৭৯ জন এবং মারা গেছেন ৮ হাজার ১০১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ১৪২ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫১ হাজার ৩৮৮ জন এবং মারা গেছেন ৭ হাজার ৮৬১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯৬৭ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৬১ জন, মারা গেছেন ১৩ হাজার ২৫৪ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৫৬ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ২৭২ জন, মারা গেছেন ২৮ হাজার ৩২৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৪৯৯ জন, মারা গেছেন ৩৪ হাজার ৬৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৯৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৮ জন, মারা গেছেন ২৯ হাজার ৬৪৩ জন এবং সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৪৯৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ২৭২ জন, মারা গেছেন ৮ হাজার ৮৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭৪০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ৯৫২ জন, মারা গেছেন ৯ হাজার ৬২৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৫৯১ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬৮৫ জন, মারা গেছেন ৪ হাজার ৯৫০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৪০ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৫৭২ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৫৩৫ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৩০৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১ হাজার ৪৬৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago