নারী ও শিশু নির্যাতন বিরোধী বার্তা প্রচারের জন্যে ধর্ম মন্ত্রণালয়ে এমজেএফের আবেদন

করোনা মহামারির সময় ধর্মীয় প্রতিষ্ঠানে কিছু বার্তা প্রচারের জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এমজেএফ চাইছে ধর্ম মন্ত্রণালয়ের সহায়তায় নারী ও শিশু নির্যাতন বিরোধী প্রচারণায় অংশ নিতে।

সাধারণ মানুষ ধর্মের ভিত্তিতে কোনো তথ্য দিলে তা ভালোভাবে গ্রহণ করেন এবং তা মেনে চলারও চেষ্টা করেন। বিভিন্ন উপাসনালয় থেকে প্রচারিত তথ্য বা শ্লোগান তারা খুবই মূল্যবান বলে মনে করেন।

ধর্ম মন্ত্রণালয় সকল ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে। মন্ত্রণালয় চাইলেই এসব বার্তা মসজিদ, মন্দির, গির্জা ও মঠের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। এতে করে মানুষ সচেতন হবে এবং নিজ নিজ ঘরে তাদের স্ত্রী-সন্তানদের ভালবাসবে ও সম্মান করবে।

লকডাউন চলাকালে এমজেএফ একটি জরিপ করেছে। এই মোবাইল জরিপে উঠে এসেছে, গত মে মাসের ৩১ দিনে দেশের ৫৩টি জেলায় ১৩ হাজার ৪৯৪ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন। এদের মধ্যে ৪ হাজার ১৬০ জন নারী ও শিশু এর আগে কখনোই সহিংসতার শিকার হননি। নারী ও শিশুর উপর নির্যাতনের হার বেড়েছে শতকরা ৩১ ভাগ।

তাই এমজেএফ কিছু বার্তা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাচ্ছে, যাতে মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এগুলো প্রচারের ব্যবস্থা করতে পারে। বার্তার মধ্যে রয়েছে, নারী ও শিশুর প্রতি পারিবারিক সহিংসতা/নির্যাতন বন্ধ করো; পরিবারের সবার মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করো; বাল্য বিয়ে বন্ধ করো, কারণ এটি একটি অপরাধ এবং পরিবারে সমতা বজায় রাখো।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago