'মাশরাফি ভালো আছেন'
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের সবচেয়ে সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। গত শনিবার পরীক্ষা করার পর সামাজিক মাধ্যমে নিজেই নিশ্চিত করেন এ সংবাদ। তবে আজ সোমবার নিয়মিত পর্যবেক্ষণের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হতে পারে তাকে। এমনটাই জানিয়েছেন মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা।
বর্তমানে ঘরেই আইসোলেশনে রয়েছেন মাশরাফি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা ব্যবস্থা। তার পুরনো অ্যাজমার সমস্যা থাকায় ঝুঁকি এড়াতে এক্সরে করার পরামর্শ দিয়েছেন এ চিকিৎসক। সে কারণেই সিএমএইচে নেওয়া হতে পারে তাকে।
এ প্রসঙ্গে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে মাশরাফির ভাই মোরসালিন বলেন, 'ভাই (মাশরাফি) ভালো আছেন। কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক নিয়মিত খোঁজ খবর রাখছেন। কোভিড-১৯'য়ে আক্রান্ত হলে একটা চেকআপ করতে হয়। ভাইকেও সেই এক্সরে করার পরামর্শ দেওয়া হয়েছে। সিরিয়াস কিছু না। তার পুরনো অ্যাজমা আছে। এর সঙ্গে কোনো সম্পর্ক নেই।'
মাশরাফি সুস্থ রয়েছেন তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহও। মুঠোফোনে ডেইলি স্টারকে তিনি বলেন, 'কালকে কথা রাতে আমার সঙ্গে মাশরাফির কথা হয়েছে। তখন তো ভালোই ছিল। আমি তাকে বলেছি শ্বাসকষ্ট হলে হাসপাতালে যেতে, অন্যথায় বাসায় থাকতে।'
উল্লেখ্য, মাশরাফি আক্রান্ত হওয়ার কয়েক দিন আগে তার শাশুড়ি এবং স্ত্রীর বোন ও তার মেয়ে করোনায় আক্রান্ত হন। কিন্তু তাদের সংস্পর্শে যাননি মাশরাফি। তার পরিবারের লোকজনের ধারণা, অন্য কোনোভাবে আক্রান্ত হয়ে থাকতে পারেন তিনি। দেশে করোনাভাইরাস মহামারির প্রকোপ শুরুর পর থেকে নিজ এলাকা নড়াইলে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন মাশরাফি। সেখানেই কোনোভাবে করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা তার পরিবারের।
Comments