নাটোরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
নাটোরের বড়াইগ্রামে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত শনিবার বিকেলে অষ্টম শ্রেণির ওই স্কুল শিক্ষার্থী সবজি সংগ্রহ করতে খেতে গিয়েছিল। এ সময় অভিযুক্ত দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। গতকাল ভুক্তভোগীর মা অভিযুক্ত দুজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে গতকাল রাতে একজনকে গ্রেপ্তার পরে পুলিশ।’
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘মামলা দায়েরের পরে পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ অল্প সময়ের মধ্যেই অন্য অভিযুক্তকে গ্রেপ্তার করবে।’
ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল টেস্টের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Comments