জাপানের শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্তে চীনের হুঁশিয়ারি

পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ একটি দ্বীপপুঞ্জের নাম পরিবর্তনের ব্যাপারে জাপানের একটি শহর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। দ্বীপের নাম বদলের সিদ্ধান্তের প্রতিবাদ করে বেইজিং বলেছে, এটা চীনের ভৌগোলিক সীমানার প্রতি হুমকি।
জাপানের দক্ষিণাঞ্চলের ইশিগাকি শহর কর্তৃপক্ষ সম্প্রতি তাদের আওতাধীন তনশিরো দ্বীপপুঞ্জের নাম বদলে তনশিরো সেনকাকু রাখার সিদ্ধান্ত নেয়। আগামী ১ অক্টোবর থেকে নতুন নাম কার্যকর হওয়ার কথা রয়েছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, ইশিগাকি শহরেই তানশিরো নামে আরেকটি জায়গা রয়েছে। সে কারণেই প্রশাসনিক জটিলতা এড়ানোর জন্য নাম বদলের সিদ্ধান্ত।
পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপগুলো জাপানে সেনকাকু নামে পরিচিত। চীনাদের কাছে দ্বীপগুলোর নাম দিয়াওউ। দুই দেশই জনবসতিহীন এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে।
নাম পরিবর্তনের সিদ্ধান্তের ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনের সার্বভৌমত্বের প্রতি এটি বড় ধরনের হুমকি। দিয়াওউ দ্বীপপুঞ্জের মালিক চীন আর তারা এটা বদল করতে পারে না।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দৈনিক ব্রিফিংয়ে বলেন, নামের ব্যাপারে আপত্তির কথা টোকিওকে অবহিত করা হয়েছে।
দ্বীপ নিয়ে বিরোধের মধ্যেই সম্প্রতি হংকংকে কেন্দ্র করে নতুন করে তিক্ততা দুই দেশের মধ্যে। জাতীয় নিরাপত্তা নিয়ে চীন সরকার যে নতুন আইন করেছে বেইজিং চায় হংকংয়ের জন্যও এটা প্রযোজ্য হোক। কিন্তু জাপান সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এর জবাবে চীন বলেছে, জাপান যেন তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলায়।
Comments