পাচারকালে বিএসএফ’র হাতে বাংলাদেশি শিশু আটক
ভারতে পাচারকালে বাংলাদেশি এক শিশুকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে বিএসএফ জানায়, ‘শনিবার পেট্রাপোল চেকপোস্টে মালবাহী ট্রেনের ফাঁকা কামরা থেকে ১২ বছর বয়সী ছেলেটিকে উদ্ধার করা হয়।’
এতে আরও বলা হয়, ‘শিশুটির বাড়ি বাগেরহাট জেলার ইলিশা গ্রামে। শিশুটি জানিয়েছে, কলকাতায় চাকরি দেওয়া আশ্বাস দিয়ে এক দালাল তাকে বেনাপোলে নিয়ে আসে। বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছালে একজন অপরিচিত নারী তাকে মালবাহী ট্রেনের ফাঁকা কামরায় তুলে দেন। ট্রেনটি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশে ছেড়ে এসেছিল। শিশুটিকে বলা হয়েছিল, ট্রেনটি কলকাতায় যাবে। স্বাস্থ্য পরীক্ষার পরে শিশুটিকে বনগাঁ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Comments