করোনা সন্দেহে অসুস্থ পিসিকে ফেলে পালিয়েছেন ভাতিজা
করোনা সন্দেহে অসুস্থ বৃদ্ধ পিসিকে (বাবার বোন) ফেলে পালিয়েছে তার ভাতিজা। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আগৈলঝাড়া থানার পুলিশ গতকাল সোমবার বিকেলে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাইপাসের স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুরে এক বৃদ্ধাকে নিয়ে এক যুবক বাইপাসে সড়কে নামেন। বৃদ্ধা অসুস্থ বোধ করায় তাকে করোনা সন্দেহে রাস্তায় ফেলে যায় যুবক।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, অসুস্থ বৃদ্ধার নাম দীপু বালা (৭০)। তার বাড়ি উপজেলার বাগধায়। তিন বছর আগে তার স্বামী মারা গেছেন।
তিনি আরও বলেন, ‘স্থানীয় সাংবাদিকদের কাছে খবর পেয়ে আমি অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করি। তখন ও তার গায়ে জ্বর ছিল। কথা বলতে কষ্ট হচ্ছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করি। শুনেছি তার ভাইয়ের ছেলে তাকে চিকিৎসার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। পরে করোনা সন্দেহে রাস্তায় ফেলে রেখে যায়।’
স্থানীয় বাগধা ইউনিয়ন পরিষদের সদস্য প্রদীপ কুমার বিশ্বাস জানান, বৃদ্ধা কয়েকদিন আগে বরিশাল থেকে অসুস্থতার জন্য বাড়িতে চলে আসেন। বরিশালে কোনো বাড়িতে তিনি গৃহকর্মীর কাজ করতেন। অসুস্থ বোধ করায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে সোমবার দুপুরে তাকে নিয়ে তার ভাইয়ের ছেলে মিটুল সাহা ডাক্তার দেখানোর জন্য যায়। পথে আগৈলঝাড়া বাইপাসে নেমে তাকে রাস্তায় ফেলে চলে যায়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, ‘মানবিক কারণে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। আমরা তার ভাতিজা মিটুলকে খুঁজছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বৃদ্ধার ওষধ ও চিকিৎসার আনুষঙ্গিক যা দরকার তা আমাদের তরফ থেকে দেওয়া হবে।’
Comments