আগুয়েরোর চোট নিয়ে শঙ্কিত গার্দিওলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আগের দিন বার্নলির বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কিন্তু এমন ম্যাচের পরও স্বস্তিতে নেই সিটি কোচ পেপ গার্দিওলা। কারণ আবারও চোটে পড়েছেন দলের অন্যতম সেরা ফরোয়ার্ড সের্জিও আগুয়েরো। হাঁটুর এ চোটে আগুয়েরোর চলতি মৌসুমটাই শেষ হয়ে যেতে পারে বলে আশংকা করছেন এ স্প্যানিশ কোচ।
কার্যত ইংলিশ লিগ জয়ের সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে গেছে সিটির। কিন্তু চ্যাম্পিয়নস লিগে দারুণভাবেই টিকে আছে তারা। রিয়াল মাদ্রিদের মাঠ থেকে জয় তুলে শেষ আটে এক প্রকার পা দিয়েই রেখেছে দলটি। কিন্তু প্রতিপক্ষ যখন রিয়াল, তাই এখনও নিশ্চিত হতে পারছে না দলটি। টিকে থাকতে আগুয়েরোর মতো পরীক্ষিত খেলোয়াড়ের বিকল্প নেই বললেই চলে। তাই তার ইনজুরি স্বাভাবিকভাবেই কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে গার্দিওলার।
আগুয়েরোর চোট দেখে খুব ভালো মনে হয়নি সিটি কোচের। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, 'এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কাল ভালোমতো বোঝা যাবে। ওর হাঁটুতে সমস্যা ছিল আগে থেকেই, গত মাসেও চোটে ভুগছিল সে। দেখা যাক কী হয়। প্রথম দেখায় মনে হয়েছে চোটটা ভালো নয়। কয়েকটা ম্যাচ সে মিস করবে। এরপর খেলতে পারবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না। চিকিৎসকরাই ভালো বলতে পারবেন।'
ইতিহাদ স্টেডিয়ামে আগের দিন শুরু থেকেই বার্নলিকে চেপে ধরে সিটি। প্রথমার্ধের নির্ধারিত সময়েই ব্যবধান ২-০ করে ফেলে দলটি। যোগ করা সময়ে গোল পায় আরও একটি। সে গোলটি আসে স্পটকিক থেকে। ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডার বেন মিয়ের ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। সে ট্যাকলে মাটিতে পড়ে যান আগুয়েরো, উঠে দাঁড়াতেই পারছিলেন না। পরে কিছুটা খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছাড়েন এ আর্জেন্টাইন।
Comments