করোনার উপসর্গ নিয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাবিবুর রহমান (৫৩) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টায় ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাবিবুর রহমান (৫৩) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টায় ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান বরিশাল মহানগর পুলিশের এডিসি নর্থ অফিসে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামে। হাবিবুর রহমানের বাবার নাম আক্কেল আলী মৃধা।

বরিশাল মহানগর পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাবিবুর রহমান হার্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৭ জুন তাকে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছিল। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এখনো ফলাফল জানা যায়নি।

বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট দুই হাজার ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৬৩ জন, মারা গেছেন ৪৬ জন। প্রতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা নিয়েছেন এক হাজার ১৫৯ জন।

অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) মো. এহসানউল্লাহ ডেইলি স্টারকে বলেন, ‘গত ১৫ জুন ঝালকাঠী সদর থানায় দায়িত্বরত উপপরিদর্শক মোশাররফ হোসেন খান করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা যান। পরে নমুনা পরীক্ষায় দেখা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

Comments