সরিয়ে ফেলা হলো ২ ওয়েব সিরিজ‌

Web series logo
প্রতীকী ছবি। সংগৃহীত

দেশের তিনটি ওয়েব সিরিজ নিয়ে আলোচনা-সমালোচনার কারণে ‘বুমেরাং’ ও ‘সদরঘাটের টাইগার’ সরিয়ে নেওয়া হলো অ্যাপ বিঞ্জ থেকে। কিছু দৃশ্য সংশোধন করে ‘আগস্ট ১৪’ অ্যাপে রাখা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেড। এই প্রতিষ্ঠানের উদ্যোগেই চালু হয় দেশের প্রথম ভিডিও স্ট্রিমিং সাইট ‘বিঞ্জ’।

প্রতিষ্ঠানটির বিপণন প্রধান নূর ঈ তাজরিয়ান খান ডেইলি স্টারকে বলেন, ‘এর মধ্যে অ্যাপ থেকে পাইরেটেড হয়ে ইউটিউবে ছড়িয়ে গিয়েছিল সিরিজ তিনটি। ইউটিউব থেকেও সেগুলো বন্ধ করা হয়েছে।’

‘সবার প্রতিক্রিয়ার প্রতি সম্মান জানিয়েই অ্যাপ থেকে সিরিজ দুটি তুলে নিয়েছি’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অপর একটি সিরিজ ‘আগষ্ট ১৪’ এ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং ‘বুমেরাং’ থেকে দিলারা জামান অভিনীত একটি পর্ব রাখা আছে।’

‘পাইরেসি রোধে আমরা সচেতন হয়েছি। সবে ওয়েব সিরিজ মাধ্যমটির যাত্রা শুরু হয়েছে। ফলে কিছু ভুল-ত্রুটি হয়েছে। আমরা চাই না, এটা নিয়ে বিতর্ক থাকুক,’ যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

39m ago