সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের পাঁচালিয়া এলাকায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে দুইটি ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই জন।
নিহত ব্যক্তিরা হলেন— মো. কাউসার আলী (২৮) ও মো. সানোয়ার হোসেন (২০)। তাদের বাড়ি সলঙ্গা থানা এলাকার রঘুনাথপুর গ্রামে। তারা ইটবাহী ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করতেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আব্দুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একটি ইটবাহী ট্রাক পেছন থেকে একটি পাথর বোঝাই ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কাউসার ও সানোয়ারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন আরও দুই জন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
Comments