কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগে ‘দুর্নীতি’র প্রতিবাদে মানববন্ধন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগে ‘দুর্নীতি’র প্রতিবাদে ও পদ বঞ্চিত প্রার্থীদের প্যানেল নিয়োগের দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
দেশের অন্যান্য জেলার মতো চাঁদপুরেও ‘ডিপ্লোমা কৃষিবিদ এসোসিয়েশন অফ বাংলাদেশ এবং বৈষম্যের শিকার ও পদ বঞ্চিতরা’ চাঁদপুর প্রেসক্লাবের সামনে আজ বুধবার সকালে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে লিখিত ও মৌখিক পরিক্ষায় ৩ হাজার ৪৬৪ প্রার্থীকে চূড়ান্ত করা হলেও ‘পছন্দের প্রার্থীদের’ নিয়োগ দিয়ে বিধি লঙ্ঘন করা হয়েছে।
‘উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে ব্যাপক বৈষম্য, অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতি চলছে’ এমন অভিযোগ এনে তারা বলেন, ‘এটি আমাদের জাতির পিতার স্বপ্নকে ভুলুন্ঠিত করার ষড়যন্ত্র।’
তারা আরও বলেন, দীর্ঘ চার বছর পর নিয়োগ প্রক্রিয়া শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে ফলফল প্রকাশ করে তা অত্যন্ত হতাশাজনক। কারণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকাশিত ফলাফলে দেখা যায় যে, এ নিয়োগ কোন অবস্থাতেই জেলার কোটা মানা হয়নি। কিছু জেলা থেকে বেশি সংখ্যক প্রার্থী নির্বাচিত করা হয়েছে।
বক্তারা অধিদপ্তরের কাছে এই নিয়োগ বাতিল করে প্যানেল নিয়োগের দাবি জানান।
মানববন্ধন শেষে ‘পদ বঞ্চিত প্রার্থী’রা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।
Comments