করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পরদিন নেগেটিভ হাফিজ

mohammad hafeez
ছবি: এএফপি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনায় করোনাভাইরাস পরীক্ষা করিয়ে শনাক্ত হওয়ার পরদিন আরেকটি পরীক্ষায় নেগেটিভ ফল পেয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ হাফিজ।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মেডিক্যাল রিপোর্টের ছবি পোস্ট করে এই অভিজ্ঞ অলরাউন্ডার লিখেছেন, ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষা করানোর পর তার ও তার পরিবারের সবার ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন।

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য কিছুদিন আগে ২৯ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান। সঙ্গে ১৪ জন সাপোর্ট স্টাফের নামও জানিয়েছিল তারা। বোলিং কোচ ওয়াকার ইউনুস, অলরাউন্ডার শোয়েব মালিক ও ফিজিও ক্লিফ ডিকন ছাড়া সম্প্রতি দলের বাকি খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষা করায় পিসিবি। এরপর মোট দশ ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছিল সংস্থাটির পক্ষ থেকে।

গেল সোমবার লেগ স্পিনার শাদাব খান, পেসার হারিস রউফ ও ব্যাটসম্যান হায়দার আলি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন। গতকাল মঙ্গলবার হাফিজসহ সাত জনের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল পিসিবি।

কিন্তু ৩৯ বছর বয়সী হাফিজের মনে তৈরি হয়েছিল সংশয়। তাই ফের নমুনা পরীক্ষা করান তিনি। এবারে মিলেছে সুখবর। সেটা জানাতে তিনি টুইট করেছেন, ‘গতকাল পিসিবির কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর দ্বিতীয় মতামত ও সন্তুষ্টির জন্য ব্যক্তিগতভাবে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ফের পরীক্ষা করিয়েছি। আলহামদুলিল্লাহ এবারের পরীক্ষায় আমার ও আমার পরিবারের সবার ফল নেগেটিভ এসেছে।’

উল্লেখ্য, পিসিবির পরীক্ষায় যাদের ফল নেগেটিভ এসেছে, তারা বুধবারই লাহোরে যাবেন। আগামীকাল বৃহস্পতিবার আরেকবার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে তাদের। এরপর ইংল্যান্ড সিরিজের জন্য নতুন করে দল ঘোষণা করা হবে। আগামী ২৮ জুন লাহোর থেকে ম্যানচেস্টারের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে পাকিস্তানের।

Comments