করোনায় চমেক’র সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলামের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ডা. সমিরুল ইসলাম মারা গেছেন।
Dr. Samirul Islam photo-1.jpg
ডা. সমিরুল ইসলাম। ছবি: এফডিএসআর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ডা. সমিরুল ইসলাম মারা গেছেন।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. ফজল আকবর চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. সমিরুল ইসলাম অনেকদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে তিনি করোনা পজিটিভ থাকলেও পরে পরীক্ষায় নেগেটিভ পাওয়া যায়। পরে তাকে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকাল ৮টার দিকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াইটার দিকে তিনি মারা যান।’ 

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডা. সমিরুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের ছাত্র ছিলেন।’

তিনি জানান, ডা. সমিরুল ইসলামকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন চিকিৎসক।

আরও পড়ুন:

জীবন উৎসর্গকারী চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা

Comments