জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম মিন্টু (৪০) নামে এক এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ বুধবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্তি পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভোররাতে উপজেলার রতনপুর এলকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব মাদকবিরোধী অভিযানে গেলে চোরাকারবারিরা সশস্ত্র হামলা করে। র্যাবও পাল্টা গুলি চালায়। অন্যরা পালিয়ে গেলেও মিন্টু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি শুটার গান, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, ১২ শ পিস ইয়াবা ও ৫০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’
মোহাইমেনুর রশিদ বলেন, ‘মিন্টুর বাড়ি জয়পুরহাটের উত্তর গোপালপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল জলিল। মিন্টুর বিরুদ্ধে মাদক, অপহরণ, বিজিবি ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা আছে।’
Comments